শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য নিয়ে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার(১৮ আগস্ট) সকালে এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা মৎস্য দপ্তর।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসানের সভাপতিত্বে ও এফ এ আবু মোহাম্মদ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুমন তালুকদার, কৃষি অফিসার আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বেলাল মিয়া চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, কৃষি ব্যাংক বোয়ালখালী শাখার ম্যানেজার ফিরোজ উজ জামান।

সর্বাধিক পঠিত