প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
বোয়ালখালীতে শারদীয় উৎসবে সেনাবাহিনীর উপহার
বোয়ালখালী প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সার্বজনীন দুর্গাবাড়ী মুক্তি সংঘের মাঠে এসব উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এডহক ৪৮ এডি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন পিএসসি জি+, বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রহমান ও ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস ছাত্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহসভাপতি দুলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, মহিলা সম্পাদিকা বিউটি চৌধুরী, ধোরলা মুক্তি সংঘ পরিচালনা কমিটির সভাপতি বিমান ঘোষ, সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাসেল কান্তি দাশ।
লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন বলেন,“যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি যদি অনুভব করেন, অবশ্যই আমাদের জানাবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়—এমন কোনো কাজে জড়ানো যাবে না। কারো এমন প্রচেষ্টা চোখে পড়লে দ্রুত আমাদের ক্যাম্পে জানান। আজকের এই উপহার কেবল একটি ক্ষুদ্র প্রয়াস, আপনাদের আনন্দে সামান্য অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত