ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রহস্যজনকভাবে খুন হওয়া গৃহবধূ শাহিনুর আক্তার (২৫) হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন মিয়া (৩৭) গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই
খোঁজ অনুযায়ী, ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তথ্য প্রযুক্তি ভিত্তিক গোপন অনুসন্ধানে তাকে আটক করা হয় । স্থানীয়দের দেওয়া তথ্য ও পুলিশের তদন্তে জানা যায়, ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় শাহিনুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং পরে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত সুজন।
পিবিআই-এর অনুসন্ধান থেকে জানতে পারে, সুজন হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জ ও ভূলতা এলাকায় আত্মগোপনে থাকেন, শেষে ঢাকার কামরাঙ্গীরচরে ছোট শ্যালকের বাসায় আশ্রয় নিয়ে ছিলেন, যেখানে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারের পর ৫ দিনের পুলিশ রিমান্ডেএ তিনি জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেন এবং ৩০ জুলাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
এলাকাবাসী এই ঘটনার পর দীর্ঘদিন ধরে আশঙ্কায় ছিলেন, কিন্তু মূল আসামি গ্রেফতারের পর স্বস্তি ফিরে এসেছে ।
সবার একটাই দাবী খুনির ফাঁসি হউক, এটা দেখে যেনো আর কেউ দ্বিতীয় বার হত্যার কথা মাথায় না আসে।