ব্লাড ক্যান্সারে আক্রান্ত সিএনজি চালক মনছুর আলমের জীবন বাঁচাতে সহায়তার আবেদন

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া এলাকার দরিদ্র সিএনজি চালক মনছুর আলম (পিতা মৃত সোলেমান) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। উন্নত চিকিৎসার অভাবে তার জীবন এখন চরম ঝুঁকিতে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মনছুর আলম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ঈদগাঁও ও কক্সবাজারের চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে আর্থিক অক্ষমতার কারণে চিকিৎসা শুরু করতে পারছেন না তিনি। দরিদ্র এই পরিবারের পক্ষে প্রাথমিক চিকিৎসা ও চট্টগ্রামে নেওয়ার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে ততটাই বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে।
মনছুর আলম চার সন্তানের জনক। সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে এখন তিনিই সবচেয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে তার ভাতিজা জানিয়েছেন, “আজ একজন মৃত্যুপথযাত্রীকে বাঁচাতে আমরা মানবিক সহায়তা চাইছি। ছোট হোক বা বড়—আপনার সহযোগিতা একটি জীবন বাঁচাতে পারে।”
সহযোগিতা পাঠানো যাবে নিচের বিকাশ নম্বরে—
০১৮৩৪২১১২৪৯ (মনছুর আলম, রোগী)