চিটাগং ট্রিবিউন ডেস্ক:
বাংলাদেশের রাজনৈতিক সংকটের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের ছয় নেতার মধ্যে চারজন গণধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) কলকাতার নিউ টাউন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করে বিধান নগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রিপন এবং যুবলীগ সদস্য জুয়েল।
পলাতক দুইজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অফসর আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।
ঘটনার পেছনে যা জানা গেছে
মেঘালয় পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট থেকে পালিয়ে শিলংয়ে আশ্রয় নেওয়ার সময় এই নেতারা একটি ধর্ষণের ঘটনায় জড়িত হন। ভুক্তভোগী স্থানীয় থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হলেও গ্রেপ্তার করা গেছে চারজনকে, আর বাকি দুইজন এখনও পলাতক।
রোববার বারাসাতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদের হাজির করা হলেও বিচারক অনুপস্থিত থাকায় মেঘালয় পুলিশের অনুরোধে ট্রানজিট রিমান্ড ছাড়াই তাদের শিলংয়ে নিয়ে যাওয়া হয়।
তদবিরে ছাড় পেলেন এক চেয়ারম্যান
গ্রেপ্তারকৃতদের মধ্যে সুনামগঞ্জের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও ছিলেন। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের তদবিরে তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ তার নাম মামলার এজহারে ছিল না।
মেঘালয় পুলিশের তত্ত্বাবধানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।