প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
ভুয়া টিকা কার্ড দিয়ে জন্মনিবন্ধনের চেষ্টা: ফটিকছড়িতে এক ব্যক্তিকে অর্থদণ্ড
রকিবুল হক শাকিল, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্মনিবন্ধনের আবেদন করায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
১৫ জুলাই দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আরমান হোসেন নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল কার্পাসপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, আরমান হোসেন নিজের জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে গিয়ে ভুয়া টিকা কার্ড জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে। পরে তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, তথ্য গোপন করে নিবন্ধনের আবেদন করায় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছেন। তাই তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে এমন অপরাধের সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের শুধু জরিমানা নয়, বরং কারাদণ্ডও দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত