শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

ভোরের আলো নয়, অপেক্ষা এখন দুপুর ২টার : এসএসসি ফল প্রকাশ কাল

শামসুন সুবাহ সাবরিন 
রাত পোহালেই ঘোষণা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। বৃহঃপতিবার  ১০ জুলাই দুপুর ২ টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল জানা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.খন্দুকার এহসানুল জানান, আগামীকাল দুপুর ২ টায় ফলাফল প্রকাশ করা হবে তবে আনুষ্ঠানিক  হস্তান্তরের প্রথা থাকছে না। ৮ জুলাই মঙ্গলবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
কক্সবাজার জেলায় ৩১ টি কেন্দ্রে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৯ হাজার  ৭৯ জন। যার মধ্যে এসএসসিতে ২০ হাজার ২ শ ৩৪ জন, দাখিলে ৭ হাজার ২শ ৮১ জন এবং কারিগরিতে ১ হাজার ৫শ ৬৪ জন অংশ নিয়েছিলো।
শিক্ষার্থীরা জানায়, এটাই জীবনের প্রথম বড় ধাপ। ফল যেমনই হোক, সামনে এগিয়ে যেতে হবে। এই ভেবেই অপেক্ষায় আছেন তারা।

সর্বাধিক পঠিত