প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
মহেশখালীতে অপহরণের পর যুবককে গুলি ও পিটিয়ে হত্যা
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অপহরণের পর খুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে সন্ত্রাসীরা তোফাইল আহমদ (৩৫) নামের এক যুবককে অপহরণ করে নিয়ে যায়। রবিবার ভোরে কালারমারছড়া বাজারের দক্ষিণে কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালারমারছড়া বাজারের পশ্চিমে আটদোনা ঘোনায় এ মৌসুমে চিংড়ী চাষ করছিলেন মরহুম ছিদ্দিক মাতাব্বরের পুত্র তোফাইল ও তার সহযোগীরা। রবিবার ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ওই ঘোনায় হামলা চালিয়ে তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাউল্যার ব্রিজের পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন।
হঠাৎ এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের মাতম নেমে এসেছে।মহেশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানায়। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত