মহেশখালীতে বজ্রপাতে চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে মোহাম্মদ সুমন (২৮) নামে এক চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন কালারমার ছড়ার পশ্চিমপাড়ার মঞ্জুর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাকিবুল হোসাইন।
স্থানীয় সূত্র জানায়, নয়াকাটা ঘোনা চিংড়ি প্রজেক্টে শ্রমিক হিসেবে কাজ করার সময় বজ্রপাতে আহত হন সুমন। পরে সহকর্মীরা তাকে ইউনুসখালী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন।
কালারমার ছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ বলেন, “মাইজপাড়ায় বজ্রপাতে একজন মারা গেছেন।