রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

মহেশখালীতে মিষ্টার বাংলাদেশ খ্যাত সুজনে’র মৎস্য ঘেরে চাঁদাবাজদের হামলা: নগদ টাকা লুট করেছে ১৪ লাখ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালীতে বডিবিল্ডিংএ মিষ্টার বাংলাদেশ খ্যাতি অর্জন করা নাহিদ রেখা খাঁন সুজনের মৎস্য ঘেরে চাঁদাবাজরা হামলা ও লুটপাট চালিয়েছে। তারা মাছের পোনা কেনার ১০ লাখ ও মাছ বিক্রির ০৪ লাখ সহ নগদ ১৪ লাখ টাকা লুট করেছে। এসময় হামলাকারীরা ঘের ভাংচুরের পাশাপাশি পাহারাদারদের মারধর পূর্বক মোবাইল ছিনিয়ে নিয়েছে।
গত সোমবার ১৩ জুলাই রাত ১০ টার দিকে মহেশখালী ধলঘাটার ভারত ঘোনা এলাকায় সুজনের মৎস্য ঘেরে এ হামলা চালানো হয়। হামলা ও লুটপাটকারীরা হলেন, সাপ মারা ডেইল এলাকার মৃত হায়দার আলী’র ছেলে ইউপি মেম্বার নাছির হায়দার এবং তার ভাই কায়সা ও মনির, আবুল খায়েরের ছেলে যুবলীগ নেতা ছৈয়দ আকবর, সাবেক ইউপি সদস্য সিরাজুল হক, আমিন, আবু তাহের, বোরহান, এহসান আলীর ছেলে ইকবাল ও জালা আহম্মদের ছেলে বকতিয়ার সহ ১৪ থেকে ১৫ জন লোক। তারা ধারালো দা-কিরিস সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলায় নেতৃত্ব দেন নাছির হায়দার ও ছৈয়দ আকবর।

মৎস্য ঘের মালিক বডিবিল্ডিংএ চার বার মিষ্টার বাংলাদেশ খ্যাতী অর্জন করা নাহিদ রেজা খান সুজন জানান, সখের বসে নিজ এলাকায় মৎস্য ঘের করছেন। পরে বিএনপি নেতা দাবী করা উল্লেখিত হামলাকারীরা সুজনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। এই দাবিকৃত চাঁদা দিতে অপারগতা জানালে সুজনকে প্রায়ই হুমকি-ধমকি দিত।

সর্বশেষ গত সোমবার প্রথম দফায় সন্ধ্যা ৭ টায় বাজার সাংলগ্ন সুজনের বাড়িতে হালমা চালানো হয়। পরে মৎস্য ঘেরে এ হামলা ও লুটপাট চালানো হয়। এসময় হামলাকারীরা সুজনকেও খুঁজছিল মারার জন্য। এ অবস্থায় মৎস্য ঘের রক্ষার পাশাপাশি জীবনের নিরাপত্তাহীনতার রয়েছে সুজন। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

সর্বাধিক পঠিত