শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রী নিরাপত্তায় লাইফ জ্যাকেট বুথ স্থাপন

ওয়াজেদুল হক মণি, মহেশখালী
মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহেশখালী জেটিঘাট ও কক্সবাজারের ৬ নম্বর ঘাটে নির্ধারিত স্থানে লাইফ জ্যাকেট বুথ স্থাপন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই উদ্যোগ কার্যকর করা হয়।আগে যাত্রীবাহী বোটগুলোতে লাইফ জ্যাকেট থাকলেও সেগুলো সঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় নষ্ট হয়ে যেত। অনেক সময় পায়ের নিচে পড়ে ছিঁড়ে যাওয়া কিংবা রোদে নষ্ট হওয়ার কারণে যাত্রীরা এগুলো ব্যবহার করতে অনীহা প্রকাশ করতেন।
এখন থেকে যাত্রীরা বোটে উঠার আগে নির্ধারিত বুথ থেকে লাইফ জ্যাকেট সংগ্রহ করে পরে উঠতে পারবেন এবং গন্তব্যে পৌঁছে নামার সময় সেটি আবার বুথে জমা দিয়ে যাবেন। এতে যাত্রীদের ভ্রমণ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন যাত্রী ও ঘাট কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্লাহ বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মহেশখালী জেটিঘাট ও কক্সবাজার ৬ নম্বর ঘাটে লাইফ জ্যাকেট বুথ স্থাপন করা হয়েছে। সবাইকে অনুরোধ করবো এটি ব্যবহার শেষে নির্ধারিত স্থানে ফেরত রাখতে।”
মহেশখালী দ্বীপের স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে নৌপথে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমবে এবং যাত্রীদের আস্থাও বাড়বে

সর্বাধিক পঠিত