মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষার্থীর বাবা উসাইমং মারমা এর সাথে কথা বলেছেন মির্জা ফকরুল ইসলাম আলমগির

মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র উক্যছাইং মারমার পরিবারকে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
বৃহস্পতিবার(২৪ জুলাই) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে উক্যছাইং মারমার নিজ গ্রামে তার (উক্যছাইং মারমা) বাবার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের পক্ষ থেকে মোর্শেদ আলমের সাক্ষাৎকালে ভিডিও কলে সান্ত্বনা ও সমবেদনা জানান – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। ভিডিও কলে আরও সমবেদনা জানান সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
এসময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাছের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, রাজস্থলী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম কোকন,সদস্য সচিব সিরাজুল ইসলাম মোল্লাসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
পরিবারের সাথে আলাপ কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাশে থাকবে বলে আশ্বাস দেন।