চিটাগং ট্রিবিউন ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার ছুটি কাটানো নিয়ে প্রায়ই সমালোচনা হয়। কদিন আগেও প্রায় চার সপ্তাহ ছুটি কাটিয়ে দেশে ফেরেন এই স্প্যানিশ। ঘন ঘন ছুটিতে থাকার কারণে মৌসুমের বেশির ভাগ লিগ ম্যাচই মাঠে গিয়ে দেখা হয় না তাঁর।
যদিও কাবরেরা বলছেন ভিন্ন কথা। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক দল নিয়ে আজ বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলনে ছুটির বিষয়ে তিনি বলেন, ‘আমি সাড়ে তিন বছর ধরে কোচ হিসেবে এখানে আছি। দায়িত্ব নেওয়ার পর থেকে (লিগের) প্রতিটি ম্যাচই দেখেছি। এমনকি টি স্পোর্টস সব ম্যাচ সম্প্রচার না করলেও বাফুফের কাছ থেকে আমি প্রতিটি ম্যাচের ক্লিপ (ভিডিও) সংগ্রহ করে দেখেছি।’
সরাসরি মাঠে না দেখে ভিডিও ক্লিপ দেখে খেলোয়াড়দের পারফরম্যান্স কতটা বিচার করা যায়—এমন জিজ্ঞাসায় কাবরেরা বলেন, ‘আমি ছুটিতে থাকলেও এখানে আমার স্টাফরা ছিলেন। আমি সব সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছি। ম্যাচ নিয়ে, খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও আমাদের আলোচনা হয়েছে। তাই আমি বলব এখানকার প্রত্যেক ফুটবলার আমার পর্যবেক্ষণে থাকে।’
১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। সিঙ্গাপুর ম্যাচের আগে একই ভেন্যুতে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে কাবরেরার দল।
গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও ড্র করে হংকংয়ের সঙ্গে। তাতে চার দলেরই পয়েন্ট এখন সমান ১ করে।
ভারতের সঙ্গে ভালো খেলে ড্র করলেও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে এবার ভীষণ আশাবাদী কাবরেরা, ‘ভারতে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। ফল আরও ভালো হতে পারত। জিততেও পারতাম। যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি, তাহলে আমরা ভালো ফল পেতে পারি। তিন পয়েন্ট পেতে পারি।’