
ইবি প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজের একটি টিম ব্লাড গ্রুপ চেকিংয়ের কাজ করে।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত’এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক নাহিদ হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত বলেন, ইসলামী ছাত্র আন্দোলন সবসময় আর্থ সামাজিক ও মানবিক কাজে জড়িত থাকে, ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তারই ধারাবাহিকতায় ভাষা দিবসে আমাদের এই আয়োজন।