প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ
মানববন্ধন থেকে এক সপ্তাহের আল্টিমেটাম: ইসলামী ছাত্র আন্দোলন
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামী এক সপ্তাহের মধ্যে চাকসু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে। একইসাথে গঠনতন্ত্রের অসঙ্গতি দূর করার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা চাকসু নির্বাচন বিলম্ব, ফ্যাসিবাদের দোসরদের বিচার এবং শিক্ষার্থীদের মৌলিক চাহিদা—আবাসন, পরিবহন, শাটল ট্রেনের সিডিউল ও খাদ্যসংকটসহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে তীব্র সমালোচনা করেন।
চবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. আব্দুর রহমান বলেন, “২০২৫ সালেও শিক্ষার্থীদের মৌলিক অধিকার—খাদ্য, আবাসন, চিকিৎসা ও নিরাপত্তা—নিয়ে আন্দোলন করতে হচ্ছে, যা লজ্জাজনক। জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলেও আহত ও নিহত শিক্ষার্থীদের বিচার হয়নি।
তিনি আরো যুক্ত করেন , বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো নীরব। এ বিষয়ে প্রশাসনের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—চাকসুর তফসিল ঘোষণা ও গঠনতন্ত্র সংশোধন না হলে ইসলামী ছাত্র আন্দোলন কঠোর আন্দোলনে যাবে এবং এক সপ্তাহের মধ্যে চাকসুর তফসিল ঘোষণা না করলে ইসলামী ছাত্র আন্দোলন কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
সংগঠনটির চট্টগ্রাম মহানগর সভাপতি ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. শাহ জাহান বলেন, “দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। শিক্ষার্থীদের গবেষণার পরিবর্তে খাবার, আবাসন ও যাতায়াত সমস্যা নিয়ে আন্দোলন করতে হচ্ছে। চাকসু নির্বাচন আমাদের মৌলিক অধিকার। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো রোডম্যাপ নেই। আমরা অবিলম্বে চাকসু নির্বাচনের দাবি জানাই। পাশাপাশি আবাসন, যাতায়াত ও শাটল ট্রেনের সিডিউল সমস্যার দ্রুত সমাধান চাই। "
সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহমান রবিন বলেন, “যুগ এগিয়ে যাচ্ছে, সবকিছু অনলাইন হলেও চবিতে পেমেন্টের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এই ভোগান্তির দ্রুত সমাধান দিতে হবে।”
মানববন্ধনে শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত