প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
মান–অভিমান ভুলে দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আমীর খসরুর
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ব্যক্তিগত মান–অভিমান ভুলে গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে গুলশানের দলীয় কার্যালয়ে এলডিপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আমীর খসরু বলেন, দেশ ও দলের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ বেশ কয়েকজন সিনিয়র নেতার উপস্থিতিতে বিপুল সংখ্যক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাদের স্বাগত জানান আমীর খসরু।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত