মিনি সুইজারল্যান্ড এখন মহেশখালীতে

ওয়াজেদুল হক মণি, মহেশখালী
এটি সুইজারল্যান্ড নয়, এটি কক্সবাজারের মহেশখালী।
সবুজে ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর মহেশখালীর পাহাড়তলী গ্রামের এই পাহাড় স্থানীয়দের কাছে শুধু একটি কবরস্থান হলেও বর্তমানে দেশ-বিদেশের পর্যটকদের কাছে এটি পরিচিতি পেয়েছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী গ্রামে অবস্থিত এ পাহাড়টির চারপাশ জুড়ে চিরসবুজের নান্দনিক সৌন্দর্য। ঢেউ খেলানো পাহাড় আর বিস্তৃত সবুজে ঢাকা প্রকৃতি এক নজরেই মন কাড়ে দর্শনার্থীদের। নীল আকাশের নিচে সবুজের এমন অপরূপ সমাহার দেখে অনেকেরই মনে হয় যেন এটি সুইজারল্যান্ডের কোনো প্রাকৃতিক দৃশ্য।
স্থানীয়রা জানান, এ স্থানটি মূলত একটি পুরোনো কবরস্থান। তবে পাহাড়ের অনন্য সৌন্দর্যের কারণে এটি এখন মহেশখালী তথা কক্সবাজারের অন্যতম দর্শনীয় স্পটে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছেন ভ্রমণপ্রেমীরা।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কবরস্থানের নিরাপত্তা রেখে যথাযথ উদ্যোগ নিলে মহেশখালীর এই “মিনি সুইজারল্যান্ড” কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে।