শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

মেসি-রোনালদো এক দলে? ক্লাব বিশ্বকাপ নিয়ে গুঞ্জন

ডেস্ক নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে একই দলে খেলার সম্ভাবনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ফুটবল বিশ্বে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন যে, রোনালদো ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারেন, যদিও তার ক্লাব আল-নাসর এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেনি।

ইনফান্তিনো বলেন, “ক্রিস্টিয়ানো খেলতে পারেন, যদি কোনো ক্লাব তাকে সাইন করে… আমি চাই তারা (মেসি ও রোনালদো) একসাথে খেলুক।” এই বক্তব্যের পর গুজব ছড়িয়েছে যে রোনালদো মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন, যেখানে ডেভিড বেকহ্যাম নাকি এই বিষয়ে আলোচনা করছেন।

তবে এই গুজব উড়িয়ে দিয়েছেন বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন।

রোনালদোর বর্তমান চুক্তি ২০২৫ সাল পর্যন্ত, এবং তিনি আল-নাসরের সঙ্গে নতুন চুক্তির কথাও ভাবছেন। অন্যদিকে, মেসির ক্লাব ইন্টার মিয়ামি ইতোমধ্যেই ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ফলে, এখনো নিশ্চিত নয় মেসি ও রোনালদোকে এক দলে দেখা যাবে কি না। তবে বাস্তব হলে এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত।

সর্বাধিক পঠিত