সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

মোস্তফিজুর রহমান কলেজ ছাত্রদলের কমিটি গঠন

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ শাখার কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১ মার্চ) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তদারকিতে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজের স্বাক্ষরিত পত্রে ৭সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সালমান এইচ রহমানকে সভাপতি, ইমরান মোহাম্মদ তুষারকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন মামুন,সহ-সভাপতি আব্দুল্লাহ আল মঈন অভি,সহ-সভাপতি প্রতিক হাসান,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ ও ছালেহ আকরাম মোহাম্মদ মোহানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে চট্টগ্রাম দক্ষিণ জেলার দপ্তর বরাবর জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

সর্বাধিক পঠিত