শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

মোস্তাফিজের প্রতি অবিচার ও চরম অসহিষ্ণু আচরণ করেছে ভারত: বাফুফে সভাপতি

চিটাগং ট্রিবিউন ডেস্ক

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে হওয়া আচরণকে অন্যায় ও চরম অসহিষ্ণুতার উদাহরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেওয়ার মাত্র ২০ দিনের মাথায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে বাদ দেওয়ার ঘটনায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

সম্প্রতি ভারতের কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ধরে মোস্তাফিজকে দলে নেওয়া নিয়ে সমালোচনা শুরু হয়। এই চাপের মুখেই কেকেআর তাকে ছেড়ে দেয় বলে মনে করছেন অনেক ক্রিকেটপ্রেমী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ অনেকে।

নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তাবিথ আউয়াল লেখেন, রাজনৈতিক চাপের কারণে একজন বিশ্বমানের খেলোয়াড়কে আইপিএল থেকে বাদ দেওয়া দুঃখজনক। তিনি বলেন, দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেওয়া একজন খেলোয়াড়কে শুধু জাতীয় পরিচয়ের কারণে বাদ দেওয়া খেলাধুলার চেতনার পরিপন্থী। ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলায় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতাও কম নয়। ২০১৬ সাল থেকে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে তার পারফরম্যান্স প্রশংসিত হয়।

শুধু আইপিএল নয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও মোস্তাফিজ ধারাবাহিকভাবে ভালো খেলছেন। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তিন ম্যাচেই শিকার করেছেন ৬ উইকেট।

খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, খেলাধুলার শক্তি মানুষকে এক করে। এটিকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যম হিসেবে কাজে লাগানো উচিত। একই সঙ্গে তিনি মোস্তাফিজের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, পুরো জাতি আজ তার সঙ্গে আছে।

এদিকে মোস্তাফিজ ইস্যুর পরই বাংলাদেশ দলের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূচি অনুযায়ী ভারতের কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের ম্যাচ থাকলেও নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে সেগুলো সরানোর দাবি উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত