নীরজ পান্ডের ‘অপারেশন রোমিও’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। পরের ছবি ‘গুমরাহ’। তবে এরপর আর কোনো ছবিতে অভিনয় করেননি বেদিকা পিন্টো। পুরো সময়টা ‘নিশাঞ্চি’-র জন্য উৎসর্গ করেছিলেন। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবিটির সুবাদে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। লক্ষ্ণৌর ‘রিঙ্কু’ চরিত্রে নিজেকে উজাড় করে দিয়েছেন মুম্বাইয়ে বেড়ে ওঠা এই অভিনেত্রী। সাবলীল ও পরিশীলিত অভিনয় দিয়ে যেমন দর্শকের মন জয় করে নিয়েছেন, তেমনি সমালোচকেরা লিখছেন ভুরি ভুরি প্রশংসা। পর্দায় ‘রঙ্গিলি রিঙ্কু’ হয়ে ওঠার জন্য গত দুই বছর নিজেকে পুরোপুরি নিয়োজিত করেছিলেন বেদিকা।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বেদিকা বলেন, ‘“নিশাঞ্চি”-র রিঙ্কু আমার জন্য আজীবনের অভিজ্ঞতা। গত দুই বছর আর কোনো ছবির কথা ভাবিনি, মনপ্রাণ দিয়ে কেবল এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করেছি।’
তাঁর ভাষ্যে, ‘রিঙ্কু তাঁকে নতুনভাবে গড়ে দিয়েছে—ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই। তবে সেই পথটা মোটেও সহজ ছিল না, দুই বছর আগের দিনগুলো মনে করলে অবাক হন বেদিকা। পেছনে তাকালে কেবল হতাশা আর অস্থিরতা দেখি। তখন নিয়মিত অডিশন দিতাম। কিছু সুযোগ হাতের কাছে এসেছিল, আবার হারিয়েও গিয়েছিল।’