শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

রাঙামাটিতে মানিকছড়ি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে অবস্থিত আল্ মাদ্রাসাতুল ইসলামিয়া আজিজীয়া সুলতানুল উলুম ও এতিমখানা, মানিকছড়ি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার রাতে  মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।
ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,  ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর জামিয়া’র মহাপরিচালক আলেমে দ্বীন আল্লামা শাহ্ সালাহ উদ্দিন।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা মুহাম্মদ বাহার উদ্দিন ।
তিনি তার বক্তব্যে দ্বীনি শিক্ষা, নৈতিকতা গঠন, সমাজ সংস্কার ও কোরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে হাসতুম থেকে ঊর্ধ্বতন জামাত পর্যন্ত শিক্ষার্থীদের জন্য খোরাকি ফ্রি ব্যবস্থাসহ আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধা চালু রয়েছে।
এছাড়াও এখানে আদর্শ নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ পরিচালিত হচ্ছে।
বার্ষিক ওয়াজ মাহফিলকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাহফিল শেষে দেশ, জাতি ও উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বাধিক পঠিত