শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

রাঙ্গামাটির লংগদুতে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

 রাঙ্গামটি,প্রতিনিধি।
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ইং শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী  লংগদু উপজেলার (রাঙ্গামটি) উদ্যোগে ৫ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় মাইনীমুখ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাটে এসে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশটি সংগঠনের উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংঠনের উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও মাইনীমুখ ইউনিয়ন আমীর প্রভাষক মোঃ শিহাব উদ্দীন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও লংগদু ইউনিয়ন আমীর আব্দুল জব্বার, উপজেলা  বায়তুলমাল সম্পাদক ওছমান গণি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লংগদু উপজেলা সভাপতি মোঃ নবী হোসেন, লংগদু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের  সভাপতি মোঃ মঞ্জুরুল হক, বগাচতর ইউনিয়ন আমীর ছিদ্দিকুর রহমান খোকন, আটারকছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা ফয়েজ আহমদ, কালাপাকুজ্যা ইউনিয়ন  সভাপতি মাওলানা মাঈনুদ্দীন, গুলশাখালী  ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ আশরাফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠন ৫ দফা দাবিতে আজ ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষনা করেছে। তারই অংশ হিসেবে আজকের মিছিল ও সমাবেশ। আমাদের ৫ দফা দাবি হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী ২০২৬ সালের  ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করা। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,  নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা , সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দূর্নীতির বিচার এবং স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার করতে হবে।
তারা আরো বলেন ৫ দফা দাবি বাংলাদেশের সাধারন জনতার দাবি, খেটে খাওয়া গণ- মানুষের দাবি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।
যদি কোন বিশেষ দলের পক্ষে বিশেষ সুবিধা  ও পক্ষপাত করে নির্বাচন দেয়া হয় তাহলে তার পরিণতি হবে ফ্যাসিস্ট সরকারের মতই।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

সর্বাধিক পঠিত