জাকেরুল ইসলাম জাকের,রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্যোগে ১৪ই ডিসেম্বর শনিবার সকাল ৯ঘটিকায় মরিয়ম নগর চৌমুহনী মাষ্টার ক্লাব হল রুমে আহলে সুন্নাত ওয়াল জামা'আত রাঙ্গুনিয়ার সমন্বয়ক পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ'র সভাপতিত্বে, সমন্বয়ক মুহাম্মদ করিম উদ্দীন হাছান ও মুফতি সাইফুল ইসলাম আল কাদেরীর যৌথ সঞ্চালনায় ওলামা মাশায়েখ সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সমন্বয়ক শাহজাদা সৈয়দ মুহাম্মদ ওবায়দুল মোস্তফা নঈমী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের বরেণ্য ব্যক্তিত্ব শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুউদ্দীন আশরাফী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারী।
এতে আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত রাঙ্গুনিয়া শাখার সমন্বয়ক অধ্যক্ষ নাছির উদীন তৈয়বী, অধ্যক্ষ মারফতুন্নুর আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা জরিপ আলী আরমান, হাফেজ মাওলানা আব্দুর রহমান জামী, আল্লামা নজমুল হোসাইন নঈমী, মাওলানা আব্দুল হামিদ নঈমী, অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী, মাওলানা আব্দুল কাদের নঈমী, মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী, মাওলানা আবুল মোকাররম নঈমী, মাওলানা ইউসুফ আল কাদেরী, অধ্যক্ষ নাসির উদ্দীন নেছারী, মুহাম্মদ আকতার হোসাইন, এইচ এম শহীদুল্লাহ্, মাহমুদুর রশিদ মাসুদ সহঅন্যান্নরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সর্বস্হরের নেতা কর্মীদের মান অভিমান ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধের মাধ্যমে আগামীতে সুন্নীয়তের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য সকলের সহযোগী প্রয়োজন, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। আপনাদের সহযোগীতায় এই বাংলার মাটি সুন্নিয়তের ঘাটি হিসেবে পরিচিতি পাবে।