শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

রাঙ্গুনিয়ায় মেরিট সার্চ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

রাঙ্গুনিয়ায় আল্লামা গাজী শেরে বাংলা (রঃ) স্মৃতি সংসদের উদ্যোগে ২১শে ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ঘটিকায় ৬টি সেন্টারে ১২শতাধিক ছাত্রছাত্রীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে মেরিন সার্চ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় রাঙ্গুনিয়ার স্কুল মাদ্রাসার ৩য় শ্রেণী হতে ৮ম শ্রেণী শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত ছিল।

উক্ত পরীক্ষায় হল পরির্দশ করেন মেরিট সার্চ বৃত্তি পরীক্ষার উপদেশ মন্ডলির সদস্য মুফতি মুজিবুর রহমান নিজামী,মাওলানা নাছির উদ্দীন তৈয়বী, মাষ্টার মোহাম্মদ খিজির হায়াত, মেরিট সার্চ বৃত্তি পরীক্ষার পরিচালক মুছা কালিম উল্লাহ, সহকারী পরিচালক মোহাম্মদ মাঈনু উদ্দিন, উপ পরিচালক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুর নবী রাজু, কেন্দ্র সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সচিব মোহাম্মদ ইউচুপ, সহ অর্থ সচিব রায়হান উদ্দিন সজীব, সদস্য মোহাম্মদ নুরুল আলম, হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান, এইচ এম সাইম, সাকিব হোসেন শান্ত, মোহাম্মদ হাসনাত, মেহেদি আনোয়ার আরাফাত, সাজেদুর রহমান,নাছির উদ্দিন সহ অন্যান্নরা।

মেরিট বৃত্তি পরীক্ষা পরিচালক মুছা কলিমুল্লাহ পরীক্ষার পরির্দশন শেষে বলেন ছাত্র ছাত্রীদের মৃধা বিকাশে লক্ষে রাঙ্গুনিয়া পূর্ব কোদালাস্হ সেবা মূলক সামাজিক সংগঠন আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের উদ্যোগে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটি অত্যান্ত সুস্থ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, এ পরীক্ষায় সার্বিক সহযোগীতা করায় সকল স্তরের দায়িত্ববান ব্যক্তিদের ধন্যবাদ জানান।

সর্বাধিক পঠিত