সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব গঠিত কমিটির শপথ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব গঠিত কমিটির শপথ অনুষ্ঠিত।

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ জাকেরুল ইসলাম জাকের।

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ৭ঘটিকায় চট্টগ্রাম বহদ্দারহাট কাশবন রেস্টুরেন্ট হল রুমে প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মন্জু,র সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনার সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যনিবাহী সদস্য গোলাম সরোয়ার, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু, সিনিয়র সহ সভাপতি মীর খান মামুন, সহ সভাপতি আবদুল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক এড.আজিম উদ্দিন লাভলু, সহ সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম জাকের, দপ্তর সম্পাদক নেজাম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইব্রাহিম খলিল নবীব প্রবীণের সমন্বয়ে গড়া, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নতুন নেতৃবৃন্দের স্বাগত জানিয়ে বলেন পৃথিবীটা পরিবর্তন শীল, এই নিয়মের নীতিতেই আজ রাঙ্গুনিয়া প্রেসক্লাবে নতুনদের আগমন, আমি নতুদের পক্ষেই, নতুনদের আগমনকে যারা সহয্য করতে পারে না, তাঁরাই সাংবাদিকের কাতারে পড়ে না, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তিই আপনাদের কিছুই করতে পারবেনা, আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে রাঙ্গুনিয়া প্রেসক্লাব।

পরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ শেষে দায়িত্ব হস্তান্তর করা হয়।

সর্বাধিক পঠিত