শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

রাজস্থলীতে কারিতাসের উদ্যোগে রাজস্থলীতে লাউদাতো’সি সপ্তাহ ২০২৫ উদযাপন

মোঃআইয়ুব চৌধুরী, রাঙ্গামাটি

রাজস্থলী উপজেলায় বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কারিতাস বাংলাদেশ, সিপিপি পিএইপি ২ প্রকল্পের উদ্যাগে তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের লাউদাতো’সি সপ্তাহ ২০২৫ উদযাপন।

এ উপলক্ষে ২৮মে কারিতাসের সিপিপিপিএইপি ২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও ফলজ চারা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা কৃষি অফিসার- শাহারিয়াজ বিশ্বাস, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল খায়ের, তাইতংপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তড়িৎ বড়ুয়া, সহকারী সোহাগ প্রমুখ।

লাউদাতোসি মুল সুরের আলোকে ‘ধারিত্রীর জন্যআশা জাগানো’ তুলে ধরেন -ফরহাদ আজিম (জেপিও মিল),সিপিপি পিএইপি২ কারিতাস,বান্দরবান, এবং সকল মাঠ সহায়ক বৃন্দ।
এসময় বিভিন্ন শ্রেণীর ৫০ জন ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন।

এতে পরিবেশ সংরক্ষণে, বৃক্ষ রোপন, ধরণীর সেবা, বৃক্ষ রোপন এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা।

আলোচনা শেষে ৫০ জন ছাত্র ছাত্রীদের মাঝে জন প্রতি ২ টি করে ১০০ ফলজ চারা ও স্কুলের জন্য ২০টি চারা বিতরণ করা হয়। এবং বিদ্যালয় প্রাঙ্গানে ফলজ চারা লাগানো হয়।

সর্বাধিক পঠিত