প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
রাজস্থলীতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত
চিটাগং ট্রিবিউন ডেস্ক
রাজস্থলী (রাঙ্গামাটি) সংবাদদাতাঃ
পার্বত্য চট্টগ্রামে নারী-শিশুর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে রাঙামাটির রাজস্থলীতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে রাজস্থলী থানা পুলিশের আয়োজনে এবং ইআরআরডি-সিএইচটির সহযোগিতায় এ কর্মসূচি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আমিন। সভাপতিত্ব করেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। এতে রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার নুরুল আমিন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে ভিকটিম সাপোর্ট সেন্টার সর্বদা কাজ করছে। তিনি বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধ ও নারী শিক্ষার প্রসারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত