রাজস্থলীতে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভুমি)

রাঙ্গামাটি,প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে আজ মহাসপ্তমীতে রাজস্থলী উপজেলার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা আওয়ালিন খালেক।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এবং উপজেলা অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ছিল এই পরিদর্শনের মূল লক্ষ্য।
মহাসপ্তমীর এই দিনে রাজস্থলী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি এবং আরতির সুর মাতিয়ে তুলেছে গোটা এলাকা। দেবী দুর্গার আগমন উপলক্ষে সবখানেই বিরাজ করছে আনন্দের ঢেউ।
সহকারী কমিশনার (ভূমি) জনাবা আওয়ালিন খালেক প্রতিটি মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটির সদস্যদের সাথে কথা বলেন। তিনি নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির মিলন ও সম্প্রীতির উৎসব। আমরা চাই সবাই যেন শান্তিপূর্ণ ও নিরাপদে এই উৎসব উপভোগ করতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এই তৎপরতা স্থানীয় ভক্ত ও আয়োজকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তারা প্রশাসনের সময়োপযোগী পরিদর্শন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।