প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:১৩ অপরাহ্ণ
রাজস্থলীতে দেওয়াল ধসে শিশুর মৃত্যু
রাঙ্গামাটি,প্রতিনিধি
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ম্রুংদং পাড়ায় চার বছর বয়সী শিশু জুনায়েদের বাড়ির মাটির দেওয়াল ধসে মৃত্যু হয়। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ৮ টায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
শিশু জুনায়েদের বাবা জাহাঙ্গীর কান্নাকন্ঠে বলেন - এটি দূর্ঘটনা, আমরা স্বামী স্ত্রী ঘরের ভিতর ছিলাম ছেলে নাস্তা করে বাহিরে খেলা করছিল হঠাৎ মাটির দেওয়াল ধসে আমার কলিজার টুকরা জুনায়েদ ঘটনাস্থলে মারা যায়। দূর্ঘটনাটি সকাল ৮ টার দিকে ঘটে বলে জানান তিনি।
জানা যায় জাহাঙ্গীরের দুই সংসার জুনায়েদ তার প্রথম সংসারের তিন সন্তানের সবার ছোট এবং সে সৎ মায়ের সঙ্গে থাকত। সৎ মা বর্তমানে গর্ভবতী অস্থায়। সৎ মা রমিছা বেগম কান্না বিজড়িত কন্ঠে বলেন জুনায়েদ প্রতিদিনের মত খেলা করছিল ঘরের সামনে কিন্তু সেই এভাবে চলে যাবে কে জানত, আল্লাহ ছেলেকে জান্নাত দান করুক।
চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, শিশুটি তার নানার বাসায় থাকতো। দেওয়াল ধসে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত