শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

রাজস্থলীতে প্রসব কালে অসুস্থ হয়ে বন্য হাতি ও শাবকের মৃত্যু

মোঃআইয়ুব চৌধুরী রাজস্থলী রাঙ্গামাটি :

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়ার জুগেস তংচংগ্যা বাগানে প্রসব কালে অসুস্থ হয়ে একটি বন্য হাতি ও শাবক টি মারা গেছে। আজ মঙ্গল বার বেলা তিন টার দিকে ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবক টি কে মাটিচাপা দেওয়া হয়।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক সপ্তাহ দরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহিন বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়া পাড়া সর্বশেষ কাইথাক পাড়া এলাকায় এক দল বন্য হাতি আসে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে কাইথাক পাড়া এলাকায় হাতিটির প্রসব কালে একটি শাবক সহ হাতিটি মারা গেছে।

 

রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারি চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন মা হাতিটি প্রসব কালে শাবক দেওয়ার সময় যন্ত্রণায় কাতর হয়ে অসুস্থ হয় পরে শাবক সহ হাতিটি মারা গেছে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেন্জ কর্মকর্তা বলেন, ফারজ আল আমিন উপজেলার কাইথাক পাড়া পাহাড়ে একটি মেয়ে হাতি মারা যাওয়ার খবর পেয়ে বেলা একটার দিকে বন বিভাগ, প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারি চিকিৎসক সহ ঘটনাস্থলে যান তিনি। পরে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবক টি মাটিচাপা দেওয়া হয়।

 

রেন্জ অফিসার ফারজ আল আমিন আরও বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। চিকিৎসকেরা বলছেন, বাচ্চা প্রসব কালে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহকারি চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, হাতিটি বাচ্ছা দেওয়ার সময় যন্ত্রণায় চটপট করতে করতে মা হাতি ও বাচ্চা সহ মারা গেছে। এর বয়স ২০ বছরের উপরে হতে পারে । মৃত হাতি টির প্রায় ওজন ৩ টন ও দৈর্ঘ্য ১০/১২ ফুট। দুই দিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের উদ্যাগে সাধারণ ডায়রী করা হয়েছে বলে বন বিভাগ নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত