
মোঃ আইয়ুব চৌধুরী, রাঙ্গামাটি
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিল ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়।
১৪মে বুধবার সকলে রাজস্থলী উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র।
এসময় উপস্থিত ছিলেন-রাজস্থলী উপজেলার পরিশ্রমী নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের ও রাকিবুজ্জান রাজু,সাংবাদিক মোঃআইয়ুব চৌধুরী, গাইন্দ্যা ইউনিয়নের সদর ওয়ার্ডের মেম্বার নুরুল আলম সহ কৃষি অফিসের অন্যন্যা কর্মকর্তা ও উপকার ভোগিগন উপস্থিত ছিলেন।
উপকার ভোগি রাজস্থলী উপজেলায় মোট ২২০জনকে আউস ধানের বীজ প্রতিজনকে পাঁচ কেজি করে, DAP সার দশ কেজি ও mop দশ কেজি করে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। এছাড় তিল বীজ হাফ কেজি, Dap সার দশ কেজি,mop পাঁচ কেজি করে মোট ৪০ জনকে বিনামূল্যে বিতরণ করা হয়।
উপস্থিত কৃষকদের সাথে কথা বললে তারা উক্ত বীজ ও সার পেয়ে অনেক খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।