রাজস্থলীতে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি,প্রতিনিধি
আজ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর মুন্সিপাড়ায় অনুষ্ঠিত হলো মহিলা দলের এক গুরুত্বপূর্ণ কর্মী সভা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মুন্সিপাড়ার শিরিন বেগমের উঠানে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। বিশেষ করে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতি প্রেমা তালুকদার বক্তব্যে বলেন, “মহিলা দলকে গ্রাম থেকে গ্রামান্তরে প্রতিটি ঘরে আমাদের পৌঁছাতে হবে।” তিনি নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন কর্মীদের সক্রিয় করার জন্য একটি কর্মপরিকল্পনা পেশ করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা তার বক্তব্যে বলেন, “মহিলা দলের কর্মীরাই হলো দলের মেরুদণ্ড। যেকোনো আন্দোলন বা সংগ্রামে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। আপনাদের ত্যাগ ও পরিশ্রমেই দল এগিয়ে যাবে।” তিনি আরও বলেন যে, সমাজে নারী নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে মহিলা দলকে আরও সোচ্চার হতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন – উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআইয়ুব চৌধুরী, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি শিল্পী বেগম, রেবেকা মারমা, শিল্পি তালুকদার, মহিলা মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।