শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

রাজস্থলীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজস্থলী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজস্থলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ।
উপজেলা ও ইউনিয়ন মহিলা দল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি রাজস্থলী বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোছাম্মদ ফরিদা বেগম। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান বেগম পারুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছালেহা আক্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল, ছাত্রদের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম কোকনসহ দলীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সামনে কঠিন পরীক্ষা আসছে। ব্যক্তিস্বার্থ ভুলে সংগঠনের জন্য কাজ করতে হবে। মা-বোনেরাই বিএনপিকে ক্ষমতায় আনতে বড় ভূমিকা রাখবে। তৃণমূল থেকে এখনই প্রচার-প্রচারণা শুরু করতে হবে।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়।

সর্বাধিক পঠিত