রাজস্থলীতে রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রার্থীদের আচরণবিধি বিষয়ে অবহিতকরণ সভা

সংবাদদাতা: রাজস্থলী (রাঙামাটি)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা–২০২৫ সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ৩৮ বীর, কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সাইদুর রহমান সাইদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন এবং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম প্রমুখ ।
অবহিতকরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, জামায়াতে ইসলামীর উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সেক্রেটারি রেজাউল করিম, খেলাফত মজলিস রাজস্থলী শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু হোরায়রা প্রমুখ।
সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা সকল প্রার্থী ও সমর্থকদের জন্য বাধ্যতামূলক। তিনি প্রচার-প্রচারণার সময় জনদুর্ভোগ এড়ানো, মাইক ব্যবহারের নির্ধারিত সময়সীমা মেনে চলা এবং পোস্টার-ব্যানার স্থাপনে কমিশনের নির্দেশনা অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন চলাকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন