মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী
জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে রাজস্থলী উপজেলা বিএনপি জাতীয় ও দলীয় পতাকা উত্তেলনের মাধ্যমে আজকের জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের বিজয় মিছিলের সুচনা করা হয়।
পরে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিজয় মিছিলে শামিল হয়, মিছিলটি উপজেলা বিএনপির অফিস থেকে রাজস্থলী বাজার, আমছড়া পাড়া রোড হয়ে উপজেলা সদর হয়ে পুনরায় অফিসে সবাই সমবেত হয় পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা এর সঞ্চালনায়, সভাপতি খলিলুর রহমান শেখের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক জাহিদুল আলম, সি.সহ-সভাপতি আবুল হাসেম মেম্বারসহ ইউনিয়ন, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি বলেন- ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পতিত হাসিনা সরকার খুন, গুম, নির্যাতন নিপিড়ন এহেন কোন কাজ নাই হাসিনা করে নাই তাই ছাত্র জনতার ঐক্য বদ্ধ আন্দোলনে বিগত পতিত সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়।তারা এখনও ষড়যন্ত্র করেই যাচ্ছে কোন লাভ হবে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে বলে তিনি জানান।