
মোঃআইয়ুব চৌধুরী,(রাঙ্গামাটি)
রাজস্থলীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে আয়োজিত রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজস্থলী বাজার চত্বরে রাজস্থলী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদের উদ্যোগে টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিনহাজ উদ্দিন খোকনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলায় একক ইভেন্টে শংকরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মো. কামাল হোসেন। অপরদিকে দ্বৈত ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিউটন–রাসেল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেন অপূর্ব–তৌহিদ জুটি।
খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
