রামুর কচ্ছপিয়ায় মিয়ানমারে পাচারের সময় ২৯ কার্টুন ওষুধ জব্দ, আটক ৩

চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত ২৯ কার্টুন ওষুধসহ দুটি গাড়ি জব্দ করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
জব্দকৃত ওষুধের বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানা গেছে।
আটককৃতরা, রামু কচ্ছপিয়া মৌলভী কাটা এলাকার বাসিন্দার মোঃ সালামত উল্লাহ (২৮), ঢাকা ধামরাই এলাকার বাসিন্দার তারিকুল ইসলাম (৪৮), নোয়াখালী সুন্দরপুর কবিরহাট এলাকার বাসিন্দার মোঃ রিয়াজুল্লাহ (৩৬)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া থেকে হাইস্কুল পাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজান মনিরের দিক নির্দেশনায় এসআই মাসুম ফরহাদ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসময় স্কয়ার কোম্পানির লোগোযুক্ত একটি ভ্যান (ঢাকা মেট্রো ম- ৫১-৫৯৪৪) এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তবে অভিযানের সময় সিএনজির চালক শহিদুল্লাহ পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজান মনির বলেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র স্থানীয় চোরাকারবারিদের যোগসাজশে স্কয়ার কোম্পানির ভ্যান ব্যবহার করে গর্জনিয়া বাজার থেকে ওষুধ মিয়ানমারে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই ওষুধ ও তিনজনকে আটক করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরাচালান আইনে মামলা রুজু করা হয়েছে।