চিটাগং ট্রিবিউন ডেস্ক
শনিবার ৩১ মে: রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত শিক্ষা প্রকল্প থেকে ১২০০ জন স্থানীয় শিক্ষককে ‘তহবিল সংকট’-এর অজুহাতে জুলাই ২০২৫ থেকে চাকরিচ্যুত করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টেকনাফ ছাত্রসংঘ (CUSAT)। সংগঠনটি এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও মানবিকতাবিরোধী আখ্যা দিয়ে বলেছে, পরবর্তী তিন মাসে আরও ২৫০০ জনের বেশি স্থানীয় শিক্ষক একই পরিণতির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
CUSAT-এর পক্ষ থেকে জানানো হয়, ছাঁটাইয়ের তালিকায় শুধুমাত্র স্থানীয় শিক্ষকরা রয়েছেন, অথচ একই প্রকল্পে নিয়োজিত রোহিঙ্গা শিক্ষকদের বিষয়ে কোনো ছাঁটাইয়ের ঘোষণা এখনো পর্যন্ত আসেনি। এটি স্থানীয় জনগোষ্ঠীর প্রতি এক প্রকার অসম্মান ও বৈষম্যের নগ্ন বহিঃপ্রকাশ বলে দাবি করে সংগঠনটি।
CUSAT-এর বিবৃতিতে বলা হয়, “এই সিদ্ধান্ত শুধু অনৈতিক নয়, এটি মানবিকতাবিরোধী, স্বার্থপর এবং স্থানীয় জনগোষ্ঠীর আত্মত্যাগ ও সহনশীলতাকে অবমূল্যায়ন করার একটি জঘন্য দৃষ্টান্ত।” সংগঠনটি আরও জানায়, ইউনিসেফ এবং তাদের বাস্তবায়নকারী সংস্থাগুলোর—যেমন মুক্তি কক্সবাজার, কোডেক, ফ্রেন্ডশিপ, জাগরণী চক্র ফাউন্ডেশন, ব্র্যাক, কোস্ট ফাউন্ডেশন এবং সরকারি দপ্তর রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন কমিশন (RRRC)—এই সিদ্ধান্তের দায়ভার এড়ানোর সুযোগ নেই।
প্রতিবাদ জানানোর পাশাপাশি CUSAT এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে এবং জানিয়ে দিয়েছে, দাবি উপেক্ষিত হলে বৃহত্তর ছাত্র-জনতার অংশগ্রহণে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।
সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই সিদ্ধান্তের প্রতিবাদে ১ জুন ২০২৫, রোববার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
CUSAT সকল সচেতন ছাত্র, শিক্ষক, নাগরিক ও গণমাধ্যমকর্মীদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।