নিজস্ব প্রতিবেদক
বেসরকারি সংস্থা মুক্তি কক্সবাজারের উদ্যোগে ‘অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ প্রজেক্ট’-এর আওতায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৩-এর খেলার মাঠে রোহিঙ্গা যুবকদের নিয়ে একটি আকর্ষণীয় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত ম্যাচটি মুন স্টার ফুটবল দল ও সান স্টার ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প ১৩-এর ক্যাম্প ইন-চার্জ মো. আল ইমরান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন এপিবিএন পুলিশের ইন্সপেক্টর নাহিদ আহমেদ, ওয়াশ সেক্টর ফোকাল আব্দুস সাত্তার, এডুকেশন সেক্টর ফোকাল ওসমান সিরাজী ও চাইল্ড প্রোটেকশন সেক্টর ফোকাল তরিকুল ইসলাম।
প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন মুক্তি কক্সবাজারের অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ প্রজেক্টের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. মিরাজুল ইসলাম এবং ক্রীড়া প্রশিক্ষক উজ্জ্বল বড়ুয়া। এই ফুটবল ম্যাচটি যুবকদের সম্পৃক্ত করার পাশাপাশি শারীরিক চর্চার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে।
প্রধান অতিথি মো. আল ইমরান তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করে, পারস্পরিক সম্মান বৃদ্ধি করে এবং লিঙ্গ সমতাভিত্তিক মানসিকতা গঠনে সহায়তা করে। তিনি বলেন, এই কার্যক্রমের মাধ্যমে তরুণ ছেলেরা লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে এবং পরিবারের নারী সদস্যদের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন হবে, যা একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
এই প্রকল্পটি ইউএনএফপিএ-এর সহায়তায় পরিচালিত হচ্ছে। এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ২০১৭ সাল থেকে ক্যাম্পে বসবাসরত যুবকদের মানসিক সুস্থতা উন্নত করা।
এ ছাড়া, মুক্তি কক্সবাজার রোহিঙ্গা যুবকদের ক্ষমতায়নের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে এবং গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে সচেতনতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ক্যাম্প সম্প্রদায়ের সহনশীলতা ও সুস্থতাকে আরও শক্তিশালী করবে।