শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

র‍্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ

আজ র‍্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও ১১ সাবেক সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বুধবার (২১ জানুয়ারি) সাক্ষ্য দিবেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। তার সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার হতে পারে।

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’-এর বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, ২৩ ডিসেম্বর, ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলার গ্রেফতার আছেন ১০ সেনা কর্মকর্তা।

অভিযোগ বলা হয়, আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেল নামের গোপন বন্দিশালায় ব্যারিস্টার আরমানসহ ১৪ জনকে গুম করে নির্যাতন করা হয়। ৫ আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান৷

এদিকে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এছাড়া একই দিনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হতে পারে।

সর্বাধিক পঠিত