শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

লংগদুতে ইমাম সমিতির নির্বাচনে আমিনুর রশিদ-মতিন পরিষদের জয়

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি)

২ আগস্ট, ২০২৫ইং তারিখ শনিবার রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলা জাতীয় ইমাম সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আমিনুর রশিদ, সেক্রেটারি  আব্দুল মতিন ও কোষাধ্যক্ষ মাওলানা ওবায়দুল আহরার নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল থেকেই ভোট কার্যক্রম শুরু হয়। শান্তিপুর্ণভাবে ভোট কার্যক্রম শেষে গণনা করা হয়। এতে দেখা যায় যে সভাপতি নির্বাচিত হয়েছেন গাথাছড়া বায়তুশশরফ মসজিদের খতিব মাওলানা আমিনুর রশিদ যিনি ৮৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পুর্ব জারুলবাগান জামে মসজিদের খতিব আব্দুল মতিন যিনি ৭৯ ভোট পেয়েছেন। কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন লংগদু উপজেলা থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আহরার যিনি ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সর্বাধিক পঠিত