লংগদুর মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল দোকানঘর বাসাবাড়ি

রাঙ্গামটি, প্রতিনিধি
১১ সেপ্টেম্বর, ২০২৫ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন ঐতিহ্যবাহী মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
মাইনীমুখ বাজারের লঞ্চঘাট এলাকায় একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন বাজারের স্থানীয় ব্যবসায়ী ও সাধারন জনগন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিতকরে জানা যায়নি।
ইতোমধ্যে লংগদু ফায়ার সার্ভিস এবং লংগদু সেনা জোনের সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডে দুটি হোটেল, দুটি কুলিং কর্নার, একটি মুদি দোকান এবং দোকানের পেছনে থাকা একটি বাসাবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাইনীমুখ বাজারের এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে এসেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পক্ষ হতে ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।