লংগদু সরকারি মডেল কলেজে নতুন অধ্যক্ষের যোগদান।

রাঙ্গামটি,প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৫ বুধবার রাঙ্গামাটির লংগদু সরকারী মডেল (ডিগ্রি) কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন কলেজের সহকারি অধ্যাপক মোঃ ওসমান গনি।
জানা গেছে গতকাল ২২ সেপ্টেম্বর তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কতৃক জারিকৃত এক চিঠির আলোকে আজ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার দুপুর ১২ টায় উক্ত কলেজে ভারপ্রাপ্ত নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন সহকারি অধ্যাপক মোঃ ওসমান গণি।
তার এ যোগদানের সময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সহকারী অধ্যাপক মোঃ ওসমান গণি লক্ষীপুর জেলার জন্মগ্রহণ করেন। তিনি ইসলামের ইতিহাস বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষা ভিভাগে এবং লক্ষিপুর আলীয়া কামিল মাদ্রাসা থেকে কামিল অধ্যায়ন করেন।
অধ্যায়ন শেষ করে তিনি জয়াট কলেজ (বেগমগঞ্জ, নোয়াখালী) , আব্দুল ওহাব কলেজ, চাটখিল, জয়পুরা এসআরএমএস কলেজ, (রামগঞ্জ, লক্ষীপুরের) কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। পরে তিনি ২০০৩ সালে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার রাবেতা মডেল কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উক্ত কলেজটি লংগদু সরকারি মডেল (ডিগ্রি) কলেজ নামে জাতীয়করণ হয়।
লংগদু সরকারী মডেল (ডিগ্রি) কলেজে যোগদান প্রসঙ্গে তিনি জানান ইনশাআল্লাহ সকল শিক্ষক-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা পেলে এ প্রতিষ্ঠানকে সেরা প্রতিষ্ঠানে রূপদান করা সম্ভব হবে। কলেজের ছাত্র-ছাত্রীদের ভাল রেজাল্ট, ছাত্র-ছাত্রী ভর্তি বৃদ্ধি, কলেজের সৌন্দর্য, কলেজ প্রতিষ্ঠাতাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এলাকার শিক্ষার মানোন্নয়ন করে পিছিয়ে পড়া পার্বত্য এলাকার উন্নয়ন ঘটাতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। তাছাড়া শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কল্যাণে সর্বোচ্চ কাজ করে যাবেন বলে তিনি জানান।