শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

লক্ষীছড়ি সরকারি কলেজে ক্রীড়া ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি।

লক্ষীছড়ি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত রচনা প্রতিযোগিতা- ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় কলেজের অডিটরিয়ামে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম। এ সময় লক্ষীছড়ি জোনের সেনা কর্মকর্তাবৃন্দ, লক্ষীছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ, বাইন্যাছোলা- মানিকপুর উচ্চ বিদ্যালয় ও লক্ষীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে জোন কমান্ডার শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে লক্ষীছড়ি জোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বাধিক পঠিত