লাবণী পয়েন্টে র্যাবের হানা, ভাইরাল ছিনতাইকারী রাজ্জাক ও সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ভিডিওর মূলহোতা, অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুর রাজ্জাক (২৫) ও তার সহযোগী আলী আকবর ওরফে বাটুইয়া (২৪) গ্রেফতার হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছুরি ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আধিপত্য বিস্তার ও আতঙ্ক সৃষ্টির জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসার কথা স্বীকার করেছে। আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।