লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি। চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. এনামুল হক (৫২) উপজেলার চুনতি ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সহ-সভাপতি।
লোহাগাড়া থানা পুলিশ জানায়, গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এনামুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত এনামুল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”