রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫

লোহাগাড়ায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

লোহাগাড়া (চট্টয়গ্রাম) প্রতিনিধি।। 
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ ) রাত ৯ দিকে উপজেলা সদর ইউনিয়নের কামার পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – লোহাগাড়া সদর ইউনিয়নের গোল মোহাম্মদ পাড়ার হারুন অর রশিদের ছেলে মিনহাজ ( ২১ ) তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোহাগাড়া সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক। অপরজন একই এলাকার উজির ভিড়ার সৈয়দ আহমেদের পুত্র মোহাম্মদ রাসেল (৩০ )।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের আগামীকাল সকালে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বাধিক পঠিত