শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫

শাটল ট্রেন সংকট নিয়ে রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ আলোচনা

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন শিক্ষার্থীদের কাছে এক আবেগের নাম ; কিন্তু বর্তমান সময়ে শিডিউল বিপর্যয়, বহিরাগতদের অবাধ চলাফেরাসহ নানা কারণে এটি যেন এখন শিক্ষার্থীদের গলার কাঁটা।
এমন পরিস্থিতিতে গত ৩০ শে‌ জুন , বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করে, যার প্রেক্ষিতে গতকাল সোমবার ( ২১ শে জুলাই ) রেল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রশাসনের ভাষ্যমতে আগামী ২ মাসের মধ্যে শাটলে যুক্ত হবে আরেকটি পাওয়ার কার । সেইসাথে নতুন ২ টি বগি সংযুক্তকরণ ও প্লাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হবে অতি দ্রুতই ।
শিডিউল বিপর্যয় সম্পর্কে প্রক্টর প্রফেসর তানভীর হায়দার আরিফ জানান , রেলওয়ের সাথে আমাদের কথা হয়েছে, আশা করছি এ সপ্তাহের মধ্যে রেল তার আগের গতি ফিরে পাবে । তবে যান্ত্রিক ত্রুটিজনিত বিলম্বের ক্ষেত্রে রেলওয়ে এখনো নিরুপায় উল্লেখ করে তিনি বলেন সারাদেশেই এই ধরনের সমস্যা হচ্ছে।
তিনি আরও জানান , ইতিমধ্যে ভাঙাচোরা বগিগুলো পরিবর্তন করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের আশা প্রশাসন‌ এবার তাদের কথা রাখবে এবং খুব শীঘ্রই শাটল ট্রেনের সমস্ত সমস্যার সমাধান হবে‌।

সর্বাধিক পঠিত