প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
শিক্ষক ভুখা, রাষ্ট্র নির্বিকার
মো: তানজিম হোসাইন
"ভুখা পেটে আর কতদিন পড়াবেন শিক্ষকরা?"—অর্থ উপদেষ্টার মুখ থেকে বের হওয়া এই প্রশ্ন কেবল একটি বাক্য নয়, এটি শিক্ষকদের অন্তর্গত ক্ষোভের প্রতিধ্বনি। বছরের পর বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রের বৈষম্য, অবহেলা আর বঞ্চনার শিকার হয়ে আসছেন। অথচ তারাই জ্ঞানের আলো ছড়িয়ে আগামী প্রজন্মকে তৈরি করছেন।
শিক্ষকরা চাইছেন না অযৌক্তিক কিছু, চাইছেন ন্যায্য অধিকার—২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা। এ দাবি কি এতই অসম্ভব? যখন আমলা-কর্মকর্তাদের জন্য সুযোগ-সুবিধার দরজা সর্বদা খোলা থাকে, তখন জাতির বিবেক সৃষ্টিকারী শিক্ষক সমাজ কেন এই নগণ্য সুবিধার জন্য বারবার পথে নামবেন?
সরকারি টেবিলে যখন কোটি কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়, তখন শিক্ষকদের বাড়িভাড়া ভাতার জন্য সক্ষমতার অজুহাত মানা যায় না। আরেকবার ভেবে দেখুন—যে শিক্ষক নিজের পরিবার চালাতে হিমশিম খান, তিনি কি পূর্ণ মনোযোগ দিয়ে ছাত্র গড়তে পারবেন?
আজ অর্থ উপদেষ্টা স্বীকার করেছেন, শিক্ষকরা বঞ্চিত। ধন্যবাদ সত্য প্রকাশের জন্য। কিন্তু শুধু স্বীকৃতিই যথেষ্ট নয়, প্রয়োজন অবিলম্বে পদক্ষেপ।
মনে রাখুন, শিক্ষকরা ভিক্ষুক নন, তারা জাতি গড়ার কারিগর। তাদের ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে রাস্তাঘাট কেবল স্লোগানে মুখর হবে না, বরং দাবির ঝড়ে কেঁপে উঠবে রাজপথ।
এবার সিদ্ধান্ত নেয়ার সময়—বৈষম্যের অবসান ঘটান, শিক্ষকদের ন্যায্য অধিকার দিন। অন্যথায় এই ঝড় আর থামবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত